আমার কর্মদিশা I Amar Karmadisha প্রকল্প I Online Apply

আমার কর্মদিশা I Amar Karmadisha প্রকল্প I Online Apply

Amar Karmadisha আমার কর্মদিশা প্রকল্প :

পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে Amar Karmadisha নামে একটি প্রকল্প চালু করেছেন।

আমার Karmadisha  প্রকল্পের জন্য সমস্থ তরুণ এবং তরুণীদের আহ্বান জানানো হচ্ছে এবং আরো ভীষণ ভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে তারা তাদের ভবিষৎতের লক্ষে আরো দৃঢ় ভাবে পৌঁছাতে সক্ষম হয়।

এই স্কিম এর উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে আরো ভীষণভাবে skill full করে তোলা যাতে তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল  industrial training করে নিজেদের কে আরো উন্নত করে তুলতে পারে ।

প্রকল্প এর সুবিধা নিতে হলে সর্বপ্রথম একটি ছোট টেস্ট দিতে হবে এবং ঠিক ক্যারিয়ার এর দিক নির্বাচন করার জন্যে একটি ছোট psychometric method টেস্ট বা game  খেলতে হবে । এই টেস্ট করার কারণে ছাত্র  ছাত্রীদের মনস্তাত্বিক ক্ষমতা বিচার করতে সাহায্য করে এবং এর উপর ভিত্তি করে ভ্যবিষ্যতের ক্যারিয়ার নির্বাচন আরো সঠিক ভাবে করা যাবে ।

কারা কারা এই প্রকল্পের  পারবে :

১ / ক্লাস ৮ম থেকে ১২ ক্লাস এর ছাত্র এবং ছাত্রীরা প্রকল্পে enroll করতে পারেন।

২/ স্কুল  pass out বা স্কুলের বাইরের ছাত্ররাও গ্রহণ যোগ্য।

৩/ রাজ্যের চাকরিহীন ছাত্র এবংছাত্রীরাও এতে গ্রহণ যোগ্য।

৪/ ITI , polytechnic , vocational  education এবং shot term training institutes এর পদপ্রার্থীরাও এর জন্যে গ্রহণযোগ্য।

বয়সসীমা :

রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রী বা যারা চাকরি করছেন বা যারা এখনো চাকরি পাননি যে সমস্ত candidate এর বয়স ১৪ থেকে ৪৪ বৎসর শুধুমাত্র ওনারাই এই প্রকল্পের জন্যে যোগ্য।

কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন :

আমার কর্মদিশা প্রকল্পের আবেদনের পন্থা খুবই সহজ , এটি একটি  APP বা  WEB  প্লাটফর্ম বেসড free এবং নিচে এই বিষয়ে পুরো বিস্তারিত জানানো হলো :

প্রথমে আপনাদেরকে এই লিংক টিতে https://amarkarmadisha.wb.gov.in/ click করতে হবে এবং সঙ্গে সঙ্গে পরের পেজ টি খুলে যাবে যেখানে আপনারা নিচের ছবি অনুযায়ী একটি পেজ দেখতে পাবেন এবং আপনারা মোবাইল নম্বর লেখা বক্সের মধ্যে আপনাদের নিজেদের মোবাইল নম্বর দিয়ে দেবেন এবং তার ঠিক নিচের বক্সে আপনাদের জন্মতারিখ দিতে হবে।

এই দুটি তথ্য দেওয়ার পর আপনাদের কে তার নিচে থাকা বক্সটিতে ক্লিক করতে হবে এবং আপনাদের নিশ্চিত করতে হবে যে আপনি যে তথ্য দিয়েছেন সেটি একদম সঠিক।

এরপর আপাদের কে OTP পান বাটন এর উপর ক্লিক করতে হবে ।

আমার কর্মদিশা I Amar Karmadisha প্রকল্প I Online Apply

এই সমস্ত process শেষ হয়ে যাওয়ার পরে সাইট এর পক্ষ থেকে আপনার নিম্নলিখিত মোবাইল নম্বরে message বক্সে একটি গোপন কোড যাবে। ওই code টি আপনাকে ভেরিফাই করতে হবে next পেজটিতে গিয়ে।

আমার কর্মদিশা I Amar Karmadisha প্রকল্প I Online Apply

২ নম্বর পেজ এ গিয়ে OTP যাচাই করার পর আপনার screen এ পরবর্তি পেজ খুলে যাবে।

এবং আপনাদের ব্যাক্তিগত বিবরণ পূরণ করতে হবে। আপনার বিষয়ে বিস্তারিত তথ্য fill up করুন যেমন নাম , বয়স , শিক্ষাগত যোগ্যতা , পেশা ইত্যাদি।

আমার কর্মদিশা I Amar Karmadisha প্রকল্প I Online Apply

পূরণ করার পরে page টিকে SAVE করুন ।

এরপর একটি নতুন পেজ খুলবে এবং আপনাকে একটি Game বা খেলা খেলতে হবে। এই বিষয়ে প্রথমেই আপনাকে একটা নির্দেশাবলী ভিডিও দেখে নিতে হবে এবং সেই নির্দেশ অনুযায়ী আপনাকে খেলার প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে।

এই Game টি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে একটি chat interface এর মাধ্যমে একটি ছোট পরীক্ষা দিতে হবে.

Start বাটন এ ক্লিক করে আপনাকে পরীক্ষা শুরু করতে হবে।

আপনাকে কোনো একটা situation বা পরিস্থিতি বলে দেওয়া হবে চ্যাট এর মাধ্যমে এবং আপনার থেকে জানতে চাওয়া হবে যে আপনি স্বাভাবিক অবস্থায় ওই পরিস্থিতি কিভাবে সামলাবেন সেই হিসাবে আপনাকে বেছে উত্তর দিতে হবে এবং পরীক্ষা শেষে আপনার দেওয়া উত্তর এর ভিত্তিতে তৈরী হবে assessment রিপোর্ট অর্থাৎ মূল্যায়ন প্রতিবেদন।

এর পর next option অনুযায়ী yes এ ক্লিক করে আরোও কিছু বিকল্প কোর্স সন্মন্ধে জানতে পারবেন এবং Assessment Report বাটন এ ক্লিক করুন এবং রিপোর্ট download করে নিন।

এছাড়াও আমার কর্মাদিশা প্রকল্পের অধীনে থাকা কাউন্সিলার এর সাথে যোগাযোগ বা counseling এর জন্যে contact for counseling বাটন এ ক্লিক করুন। এবং একটি নির্দিষ্ট সময় অনুযায়ী একজন guide আপনাকে আপনার দক্ষতার বিষয়ের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আপনাকে একটি সঠিক পথ দেখবেন।

এবং এই পথ অনুসরণ করে আপনি উৎকর্ষ বাংলার নিয়োজিত skill development কোর্স এর উপর নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন আপনার নিজের জন্যে।

আপনার দক্ষতা মূল্যায়ন এর উপর ভিত্তি করে বাছাই করা কোর্স গুলোই যে আপনাকে নিতে হবে এইরকম বাধ্যতামূলক কিছু নিয়ম সেইভাবে বলা হয়নি। আপনি আপনার পছন্দ হিসাবেও আপনার কোর্স টি নিতে পারেন। এইগুলি শুধুমাত্র একটি অপসন বা তথ্য।

পশ্চিমবঙ্গ সরকার আমার কর্ম দিশা নাম একটি mobile application চালু করেছেন।

লিংক টি নিচে দেওয়া হইলো:

https://play.google.com/store/apps/details?id=com.pbssd.amarkarmadisha

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top