এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসে ৭২৪ জনের একটি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিভিন্ন পদে ৭২৪ জন কর্মীকে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস (পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস)। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রার্থীদের নিয়োগ করা হবে জুনিয়র অফিসার টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার, সিনিয়র কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ, কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ পদে। প্রাথমিক ভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ বৃদ্ধি হতে পারে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে মুম্বইয়ে, ১৮ থেকে ২৩ ডিসেম্বর প্রার্থী বাছাই করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: AIASL/05-03/699 .
শূন্যপদের বিবরণ: জুনিয়র অফিসার টেকনিক্যাল: শূন্যপদ ২৪টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বা অটোমোবাইল বা প্রোডাকশন বা ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
প্রার্থীর অবশ্যই লাইট মোটর ভেহিক্যল থাকতে হবে। কাজে যোগদানের এক বছরের মধ্যে হেভি মোটর ভেহিক্যালের বৈধ ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিতে হবে।
বয়স: ২৮ বছরের মধ্যে।
বেতন: নির্দিষ্ট মাসিক ২৮,২০০ টাকা।
রাম্প সার্ভিস এক্সিকিউটিভ : শূন্যপদ ১৩৮টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বা অটোমোবাইল বা প্রোডাকশন বা ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্সে ৩ বছরের ডিপ্লোমা। অথবা মাধ্যমিক, সেই সঙ্গে মোটর ভেহিক্যল অটো ইলেক্ট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং বা ডিজেল মেকানিক বা বেঞ্চ ফিটার বা ওয়েল্ডার ট্রেডে আই টি আই কোর্স পাশ করে থাকতে হবে। প্রার্থীর অবশ্যই হেভি মোটরভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স : ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন : ২৫,৯৮০ টাকা
ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার: শূন্যপদ ১৬৭টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে প্রার্থীর অবশ্যই হেভি মোটর ভেহিকাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ ইক্যুইপমেন্ট অপারেটিং পারমিট থাকলে অগ্রাধিকার।
বয়স : ২৮ বছরের মধ্যে।
বেতন: নির্দিষ্ট মাসিক ২৩,৬৪০ টাকা।
সিনিয়র কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ: শূন্যপদ ১৭৮টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজি ও হিন্দিতে দক্ষ হতে হবে।
বয়স: ৩৫ বছরের মধ্যে।
বেতন: নির্দিষ্ট মাসিক ২৬,৯৮০ টাকা।
কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ: শূন্যপদ ২১৭টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে বা এয়ারলাইন ডিপ্লোমা থাকলে বা আইএটিএ-ইউএফটিএএ/আইএটিএ-এফআইএটিএ/আইএটিএ- ডিজিআর/আইটিএ কার্গো বিষয়ে ডিপ্লোমা করা থাকলে অগ্রাধিকার। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজি ও হিন্দিতে দক্ষ হতে হবে।
বয়স: ২৮ বছরের মধ্যে।
বেতন: নির্দিষ্ট মাসিক ২৫,৯৮০ টাকা। ১-১২-২০২৩ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ওয়াক-ইন-ইন্টারভিউ সিনিয়র কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ ও কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর এবং বাকি সবক’টি পদের ক্ষেত্রে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর।
পরীক্ষাকেন্দ্রের ঠিকানা: GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai-400099, পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা।
দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.aiasl.in পূরণ করবেন যথাযথ ভাবে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ে সঙ্গে নেবেন:
- পূরণ করা আবেদনপত্র।
- এক কপি পাসপোর্ট মাপের ফটো। ফটোটি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে তার উপর সই করে দেবেন।
- ফি বাবদ ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট। এটি ‘AI AIRPORT SERVICES LIMITED’-এর অনুকূলে মুম্বইয়ে প্রদেয় হতে হবে। তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। ড্রাফটের পিছনে প্রার্থীর নাম ও মোবাইল নম্বর লিখে দেবেন।
- বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল।
- কাস্ট, ও বি সি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।
- পাসপোর্টের স্বপ্রত্যয়িত নকল।
- প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল।
- ডোমিসাইল সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল।
- ড্রাইভিং লাইসেন্সের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।
- আধার কার্ড ও প্যান কার্ডের স্বপ্রত্যয়িত নকল।
উপরোক্ত মূল নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন www.aiasl.in
Sourcing from : Karmakshetra